ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে এসিড নিক্ষেপকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
ময়মনসিংহে এসিড নিক্ষেপকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে তাসলিমা আক্তার আফরোজা নামে এক কলেজ ছাত্রীর উপর এসিড নিক্ষেপকারী বখাটে শামীমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। আফরোজা ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।



রোববার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি, এএসএফ, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও উপজেলা-ইউনিয়ন মানবাধিকার সংরক্ষণ পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।  

প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, অ্যাড. শিব্বির আহম্মেদ লিটন, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, কামরুজ্জামান চঞ্চল, মনোয়ারুল ইসলাম, জাকির হোসেন প্রম‍ুখ।

এসময় বক্তারা আফরোজার উপর এসিড নিক্ষেপকারী শামীমকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১৫ জানুয়ারি রাতে নিজ বাড়িতে পড়ার টেবিলে থাকা অবস্থায় আফরোজার মুখে এসিড ছুঁড়ে মারে স্থানীয় শামীম নামের এক যুবক। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।