ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

চারঘাটে পেট্রোলবোমায় ট্রাকচালক ও হেলপার দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
চারঘাটে পেট্রোলবোমায় ট্রাকচালক ও হেলপার দগ্ধ ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীর চারঘাটে ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ট্রাকচালক কার্তিক (৪৫) ও হেলপার শাহাবুল (২৫)।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হেমন্তের মোড়ে এ ঘটনা ঘটে।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা জানান, বগুড়া-ট-১১-০৭৯৭ নম্বরের একটি ট্রাক পুঠিয়া উপজেলা থেকে চারঘাটের এটিএ ইটভাটায় কাঠ দিতে এসেছিল। খালি ট্রাকটি ফিরে যাওয়ার সময় উপজেলার হেমন্তের মোড়ে দুর্বৃত্তরা দু’টি পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় দগ্ধ ট্রাকচালক কার্তিক ও হেলপারের বাড়ি পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলায়। এ হামলার ঘটনায় কাউকে আটক করা না গেলেও বর্তমানে ওই এলাকায় অভিযান চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।