ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের চাকরি দেবে বিকেএমইএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের চাকরি দেবে বিকেএমইএ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের চাকরি দেবে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। শুধু তাই নয় সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জে এই শিল্প শ্রমিকদের জন্য একটি হাসপাতালও তৈরি করা হবে।


 
রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর প্ল্যানার্স টাওয়ারের সপ্তম তলায় বিকেএমইএ আয়োজিত বিমা চেক প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।
 
মুজিবুল হক চুন্নু বলেন, মৃত্যুজনিত কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিমা চেক প্রদান করা হচ্ছে। যে দুই লাখ টাকা দেওয়া হচ্ছে, এটাও বড় কিছু নয়। তবে বিকেএমইএ তাদের পাশে দাঁড়িয়েছে এটাই বড় কথা। এর চেয়েও বড় কথা হলো, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরি দেবে বিকেএমইএ। এক্ষেত্রে তাদের বিনামূল্যে প্রশিক্ষণও দেওয়া হবে। এটা মৃতের পরিবারের জন্য বড় সুযোগ। যা প্রশংসনীয়।
 
প্রতিমন্ত্রী আরও বলেন, নারায়ণগঞ্জের চাষাড়ায় নিট শ্রমিকদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠায় বিকেএমইএ ৩ কোটি টাকা দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে সেখানে হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছেন। তাই শ্রমিকদের জন্য এটা একটি বিরাট ইতিবাচক দিক।
 
সভাপতির বক্তব্যে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান এমপি বলেন, ২০০০ সাল থেকে শ্রমিকদের পরিবারের মধ্যে মৃত্যুজনিত বিমার টাকা দেওয়া হচ্ছে। আগে ১ লাখ টাকা করে দেওয়া হতো। ২০১৩ সাল থেকে পরিবারপ্রতি ২ লাখ টাকা দেওয়া হচ্ছে। আজ ১ কোটি ৬২ লাখ টাকার চেক দেওয়া হলো। আরও ১০৪টি চেক ক্ষতিগ্রস্তের পরিবারের মধ্যে দেওয়া হবে। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ চাকরি চাইলে চাকরিও দেওয়া হবে। এক্ষেত্রে একটি পরিবারের সর্বোচ্চ ৩ জন চাকরি পাবেন।
 
এসময় অন্যদের মধ্যে বিকেএমইর সহ-সভাপতিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বিকেএমইএর সদস্যভুক্ত প্রতিষ্ঠানসমূহের ৮১টি পরিবারের মধ্যে এই চেক বিতরণ করেন।
 
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।