ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাস থেকে যাত্রী নামিয়ে অগ্নিসংযোগ

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
আশুলিয়ায় বাস থেকে যাত্রী নামিয়ে অগ্নিসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: সাভারে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
 
রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ওই মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, রাতে মহাসড়কের পলাশবাড়ী ব্যারিকেড দিয়ে নবীনগর থেকে চন্দ্রাগামী বাসটির গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে যাত্রীদের বাস থেকে নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নিভিয়ে ফেলে। পরে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে গাড়িটি সরিয়ে নেয়।

এর দেড় ঘণ্টা আগে বাইপাইল-আবদুল্লাপুর সড়কের জামগড়া এলাকায় একটি কার্ভাড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এসব ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে অগ্নিসংযোগ কারীদের কাউকে আটক করতে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘ্ণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।