ঢাকা: ভারতের প্রজাতন্ত্র দিবস সোমবার। এদিন রাজধানী ঢাকার বারিধারার জাতিসংঘ রোডে নিউ চ্যান্সেরি কমপ্লেক্সে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে ভারতীয় কমিশনার পঙ্কজ শরণ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করবেন। এসময় গাওয়া হবে সেদেশের জাতীয় সঙ্গীত।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পঙ্কজ শরণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জাতির উদ্দেশ্যে দেওয়া বাণী পড়ে শোনাবেন।
দিবসটি উপলক্ষে শিশুরা বর্ণাঢ্য অনুষ্ঠান পরিবেশন করবে। এ অনুষ্ঠানে ভারতীয় নাগরিক ও তাদের পরিবার সদস্যদের সকাল ৮টা ৪৫ মিনিটের আগে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫