ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ডাউন লাইনে রেল চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ডাউন লাইনে রেল চলছে ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া: টানা সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ডাউন লাইনে যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে সূবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।



রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওই রুটের ডাউন লাইনে রেল চলাচল শুরু হয়।

আখাউড়া লোকশেড ইনচার্জ মহসিন উদ্দন ভূইয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদেকি আপ লাইনে ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত কাজ করা হচ্ছে। এ লাইনে রেল চলাচল স্বাভাবিক হতে সকাল হতে পারে বলে উদ্ধারকাজ সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছয় বগি পাঘাচং রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচংয়ে দুর্ঘটনা কবলিত আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগির মধ্যে চারটি বগি লাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়েছে। বাকি দুটি বগি সরানোর কাজ চলছে।

তবে এতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে রোববার (২৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উদ্ধারকাজে সংশ্লিষ্টরা বাংলানিউজকে জানান।

এদিকে এ ঘটনায় পূর্বাঞ্চললীয় রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উদ্ধারকাজে নিয়োজিতরা বাংলানিউজকে জানান, বগি উদ্ধার হলেও আপ লাইনে অর্থাৎ দুর্ঘটনা কবলিত লাইন দিয়ে আজ রাতে ট্রেন চলাচলের কোনো সম্ভাবনা নেই। লাইনটির অন্তত তিন’শ ফুট অংশের রেলপাত ও স্লিপার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বগিগুলো পাশের ডাউন লাইনে কাত হয়ে পড়ায় ওই লাইনেরও ক্ষতি হয়েছে। এ লাইনটি দিয়ে রাতের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা কর হবে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার জানান, আগে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচলের চেষ্টা করা হচ্ছে। তবে এতে কত সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।