ঢাকা: আন্তর্জাতিক কাস্টমস দিবস সোমবার। ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা: অংশীদারী সম্পর্কের একটি আন্তরিক আহ্বান’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হবে।
বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভূক্ত ১৭৯টি দেশে দিবসটি পালিত হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান।
রোববার (২৫ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
চেয়ারম্যান বলেন, দিবসটি উৎযাপনে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশের নয়টি কাস্টমস হাউজ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট দপ্তরগুলোয় আঞ্চলিকভাবে উদযাপন করবে।
দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডসহ কাস্টমস হাউজগুলো সাজানো হয়েছে। ঢাকার সড়ক পথ ও উল্লেখযোগ্য স্থানগুলোতে বিলবোর্ড, ব্যানার ফেস্টুনে সজ্জিত করা হয়েছে।
দিবসের প্রতিপাদ্য তুলে ধরে মোবাইল ফোন গ্রাহকদের এসএমএস পাঠানো হয়েছে। সরকারি-বেসরকারি চ্যানেলে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, সকাল ৮টায় জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। এছাড়া আঞ্চলিক পর্যায়ে র্যালিসহ নানা অনুষ্ঠান হবে।
নজিবুর আরও বলেন, সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাক টিকেট ও খাম অবমুক্ত করবেন।
সকাল সাড়ে ১১টায় দিবসটির তাৎপর্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনার অনুষ্ঠিত হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করবেন। সেমিনারে কাস্টমসের ওপর নির্মিত ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
তিনি আরও বলেন, সেখানে কাস্টমস’র নতুন কর্ম পদ্ধতি, অটোমেশন, বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয় তুলে ধরা হবে।
অনুষ্ঠানে কাস্টমস সংক্রান্ত কাজে কৃতিত্ব প্রদর্শনের জন্য স্টেক হোল্ডার, ব্যবসায়ী ও কাস্টমস ২০ জনকে ‘ডব্লিউসিও সার্টিফিকেট অফ ম্যারিট-২০১৫’ দেওয়া হবে।
দিবসটি উপলক্ষে কাস্টমস’র বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে প্রায় পৌনে দু’শ পৃষ্ঠার সুদৃশ্য ও পাঠযোগ্য সংকলন প্রকাশ করা হবে।
এতে কাস্টমস’র সাবেক ও বর্তমান কর্মকর্তারা বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন বলে জানান চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ফরিদ উদ্দিন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল হক, কাস্টমস কমিশনার এ এইচ এম শাহাবুদ্দীন নাগরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫