ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

অবশেষে তারা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
অবশেষে তারা কারাগারে ছবি: প্রতীকী

বগুড়া: মামলা দেওয়া হবে, নাকি ছেড়ে দেওয়া হবে- এমন আশঙ্কা ছিল আটকের পর থেকেই।   দিনভর তদবিরের পর অবশেষে বগুড়ার নন্দীগ্রাম শহরে হিরোইনসহ আটক ৪ ছাত্রলীগ কর্মীকে মামলা দিয়ে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।



রোববার রাত পৌনে ৯টার দিকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন- নন্দীগ্রাম শহরের হিন্দুপাড়া মহল্ল্যার নিখিল চন্দ্রের ছেলে প্রনীত কুমার (২৮), একই মহল্ল্যার গিরেন্দ্র নাথের ছেলে প্লাবন কুমার (২৪), নিরেন চন্দ্রের ছেলে সঞ্জয় কুমার (২২) ও পূর্বপাড়া মহল্ল্যার আবুল হোসেনের ছেলে রাজু আহমেদ (২৫)।

পুলিশ জানিয়েছে, আটকরা সাবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে জড়িত।   

এর আগে নন্দীগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) আকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১০টার দিকে নন্দীগ্রাম শহরের মাঝগ্রাম পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে হিরোইন সেবনের প্রস্তুতিকালে ১৭ পুডিয়া হিরোইনসহ হাতেনাতে উল্লেখিত ৪ জনকে আটক করা হয়।

পরে আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারার মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।