ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে গুলশানে বিএনপি কার্যালয়ে হাজির হয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
তবে এর আগে তিনি শোক বার্তাও পাঠিয়েছেন।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার সকালের দিকে ঢাকা ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে শোক বার্তা পাঠায় রর্বাট গিবসন।
এদিন বিকেলে ব্রিটিশ হাইকমিশনার নিজে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষরও করে আসেন। সেখানে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর সমবেদনা জানানো হয়।
এ বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে ব্রিটিশ হাইকমিশনের এক কূটনৈতিক জানায়, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে অনানুষ্ঠানিক একটি শোক বার্তা এটি। কোনো দেশের বিশিষ্ট ব্যক্তিত্ত্ব বা বিশিষ্ট ব্যক্তির নিকটজন কেউ মারা গেলে হাইকমিশন থেকে এ ধরনের শোক বার্তা পাঠানো হয়।
শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মালেশিয়ায় অবস্থানরত কোকো স্থানীয় সময়ে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল নেওয়ার পথে মারা যান।
মঙ্গলবার সকালে তার মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫