রাজশাহী: রাজশাহী মহনগরীতে তিন নারীসহ ৫ ভুয়া র্যাব সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি উত্তরপাড়া এলাকা থেকে র্যাব-৫ এর সদস্যরা তাদের আটক করে।
র্যাব-৫ এর মিডয়া সেলের সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রাত ৮টার দিকে মেহেরচণ্ডি উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। আটকদের মধ্যে তিনজন নারী রয়েছে। তাদের কাছ থেকে র্যাবের জ্যাকেট পাওয়া গেছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫