নরসিংদী: নরসিংদী সদরের পাঁচদোনা ভাটপাড়ায় এলাকায় ডাকাতি শেষে পালাতে গিয়ে গণপিটুনিতে ৭ ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
সোমবার (২৬ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ডাকাতদের নাম-পরিচয় জানা যায়নি।
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচদোনা ইউনিয়নের টাকশাল গ্রামের এরশাদ মুন্সির ছেলে আনিছুল ইসলামের বাড়িতে রাত পৌনে ৩টার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। গৃহকর্তা দরজা না খোলায় একপর্যায়ে ডাকাতরা দরজা ভেঙে ঘরের প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন জিনিসপত্র লুট করে।
ডাকাতরা বের হয়ে গেলে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে পালাতে চেষ্টা করে। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাত ডাকাত ঘোষণা দেওয়া হয়। তবে কয়েক ডাকাত পালিয়ে গেলেও বাকিদের চারদিকে থেকে ঘিরে ফেলে স্থানীয়রা।
পরে টাকশাল ও ভাটপাড়ায় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়া ৭ ডাকাত গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশি হেফাজতে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫/আপডেটেড ০৮৫০ ঘণ্টা/আপডেটেড: ১২৩৩ ঘণ্টা