ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ভটভটি চাপায় ২ কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
সৈয়দপুরে ভটভটি চাপায় ২ কলেজছাত্র নিহত ছবি: প্রতীকী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ভটভটির চাপায় তুহিন ইসলাম জুয়েল(১৭) ও ধ্রুব রায় (১৭) নামে দুই কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।



রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের সৈয়দপুর-রংপুর মহাসড়কের হাজীরহাট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত দুলু মিয়াকে সৈয়দপুর একশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো-উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিনপাই ডাঙ্গাপাড়া গ্রামের ফরতাজ আলী কালা জুয়েল ও খাতা মধুপুর ইউনিয়নের হামুরহাট গ্রামের বালাপাড়ার রমেশ চন্দ্র সাধুর ছেলে ধ্রুব। হতাহতরা খাতা মধুপুর ইউনিয়নের হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে জুয়েল, ধ্রুব ও দুলু মিয়া মোটরসাইকেলে করে কামারপুকুর থেকে সৈয়দপুর শহরে যাচ্ছিলো। পথে সৈয়দপুর-রংপুর মহাসড়কের হাজীরহাট বটতলায় একটি ভটভটি তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল ও ধ্রুবর মৃত্যু ও অপর বন্ধু দুলু মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা একশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
খাতা মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদ বাংলানিউজকে জানান, তিন বন্ধুরই চলতি বছরে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিলো।

সৈয়দপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।