ঢাকা: বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা রোব (২৫ জানুয়ারি) ও সোমবার (২৬ জানুয়ারি) ৩৬ ঘণ্টা হরতালের শেষ দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশে ২১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও ৭৮ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিজিবি’র পিলখানার সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুধু রাজধানীর নিরাপত্তার স্বার্থে সোমবার (২৬ জানুয়ারি) ভোর থেকে ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া ঢাকার বাইরে মোতায়েন করা হয়েছে ২০৮ প্লাটুন বিজিবি।
এর মধ্যে মহাসড়কে নিরাপত্তার জন্য ১২৩ প্লাটুন এবং বিভিন্ন স্থানে নাশকতা এড়াতে দায়িত্বপালন করছে ৮৫ প্লাটুন।
জরুরি ভিত্তিতে মোতায়েনের জন্য ৭৮ প্লাটুন বিজিবি প্রস্তত রাখা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।
২৫ জানুয়ারি (রোববার) হরতালের প্রথমদিন সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত শুধু রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করেছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫