লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী নাছির বাহিনীর সদস্য বাহার (৩৫) নামে এক ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ সিনেমা হলের পাশের একটি মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত বাহার ডাকাত লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের বাসিন্দা আবুল হাসিমের (হাইস্সা চোরার) ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে এলাকার লোকজন গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নাছির বাহিনীর সদস্য নিহত বাহার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫