টাঙ্গাইল: টাঙ্গাইলের সদর উপজেলার যুগনী এলাকার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) আঞ্চলিক কমান্ডার গোলাম রাব্বানীকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বাঘিল বাজারের কাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন বাঘিল বাজারের কাছে রাব্বানীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫