মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন তিন জন।
রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমঝুপি গ্রামের উত্তর পাড়ায় কুয়েত প্রবাসী এনামুল হোসেন ও হাসু শেখের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।
এ সময় ডাকাতদের অস্ত্রের কোপে হাসু শেখের ছেলে নাহিদ (২৩) ও আওয়াল হোসেন (২৮) এবং বোমার আঘাতে প্রতিবেশী আযম হোসেন আহত হয়। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আযম হোসেন জানান, রাত ২টার দিকে আমঝুপি প্রবাসী এনামুল হকের বাড়িতে ১০/১৫ জনের এক দল সশস্ত্র ডাকাত বাড়ির ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরে থাকা নগদ প্রায় লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্ককারসহ কয়েকটি মোবাইল ফোন লুট করে নেয়।
পরে প্রতিবেশী অপর প্রবাসী হাসু শেখের বাড়িতে প্রবেশ করে দুই জোড়া স্বর্ণের কানের দুলসহ নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে।
এ সময় হাসু শেখের দুই ছেলে বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের জখম করে। এতে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশিরা ডাকাতদলকে প্রতিরোধে এগিয়ে আসে।
ডাকাতদল গ্রামবাসীকে লক্ষ্য করে পরপর ছয়টি বোমা ছুড়লে চারটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে আযম হোসেন আঘাত পান। পরে খবর পেয়ে পুলিশ এসে অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করেন।
এদিকে, রাতেই মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত ও দুটি তাজা বোমা উদ্ধার করে সদর থানায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫