ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি ও হয়রানিকে ‘না’ বলুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
দুর্নীতি ও হয়রানিকে ‘না’ বলুন ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজস্ব আহরণ-সেবার ক্ষেত্রে দুর্নীতি ও হয়রানিকে ‘না’ বলতে কাস্টমস কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।



‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা: অংশীদারী সম্পর্কের একটি আন্তরিক আহ্বান’ প্রতিপাদ্যে বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৭৯টি দেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হচ্ছে।

নজিবুর বলেন, ‘আপনাদের নিজ নিজ অবস্থান থেকে নিজের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে সঠিকভাবে পালন করবেন। ’

তিনি বলেন, ‘রূপকল্প বাস্তবায়নে কাস্টমস বিশেষ ভূমিকা রাখবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। ’ কাস্টমসকে গতিশীল করতে মেধা ও প্রজ্ঞা দিয়ে কাজ করার আহবান জানান এনবিআর চেয়ারম্যান।

সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দিবসের বর্ণাঢ্য র‌্যালি শেষে অনুষ্ঠানে কাস্টমস প্রথা অনুসারে কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করানো হয়।

কাস্টমস হাউজে ও কাস্টমস কাজে ব্যবসায়ীদের কোনো প্রকার হয়রানি ও দুর্নীতি না করতে কর্মকর্তা-কর্মচারীদের শপথ করানো হয়।

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে জাতীয় রাজস্ব বোর্ড কার‌্যালয়ের সামনে পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

পরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে আনসার ও ফায়ার সার্ভিসের একটি সুসজ্জিত বাদক দল, মঞ্চ গাড়ি, কাস্টমস দিবস লেখা কুলাবাহিনী, ঘোড়ার গাড়ি, ব্যানার, ফেস্টুন নিয়ে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিটি জাতীয় রাজস্ব বোর্ড’র সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শপথের মধ্য দিয়ে শেষ হয়।

এতে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য মো. ফরিদ উদ্দিন, মো. বশির উদ্দিন আহমেদ, খন্দকার আমিনুর রহমান, পারভেজ ইকবাল, মাহবুবুর রহমান, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল হক, কাস্টমস কমিশনার এ এইচ এম শাহাবুদ্দীন নাগরীসহ কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এছাড়া দেশের ৯টি কাস্টমস হাউজ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট দপ্তরগুলোয় আঞ্চলিকভাবে পালিত হচ্ছে এ দিবস।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাক টিকেট ও খাম অবমুক্ত করবেন।

এরপর বেলা সাড়ে ১১টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে কাস্টমস সংক্রান্ত কাজে কৃতিত্ব অর্জনের জন্য স্টেক হোল্ডার, ব্যবসায়ী ও কাস্টমসের ২০ জনকে ‘ডব্লিউসিও সার্টিফিকেট অব ম্যারিট-২০১৫’ প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।