ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে স্ত্রীকে কুপিয়ে-শ্বাসরোধে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ফরিদপুরে স্ত্রীকে কুপিয়ে-শ্বাসরোধে হত্যার অভিযোগ

ফরিদপুর: ফরিদপুরে স্ত্রী শিখা বেগমকে (২৬) কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার পর ৩ সন্তান নিয়ে স্বামী সজীব মিয়ার পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৫ জানুয়ারি) দিনগত মধ্যরাতে শহরের ঝিলটুলি রামকৃষ্ণ মিশন এলাকায় এ ঘটনা ঘটে।



খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যায়। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক বাংলানিউজকে জানান, শিখার মাথায় দু’টি কোপ ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে।

প্রতিবেশীরা জানান, স্ত্রী ও তিনি সন্তান (২ ছেলে, ১ মেয়ে) নিয়ে ঝিলটুলিতে নাজমুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন সজীব মিয়া। তাদের বাড়ি ঢাকার দোহারে।

রাতে দু’জনের ঝগড়ার শব্দ শোনা যায়। সকালে কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে শিখার লাশ পড়ে থাকতে দেখ‍া যায়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।