ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনলে আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
নাশকতা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনলে আলোচনা ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্দোলনের নামে দেশের শান্তি বিঘ্নিত করছে বিএনপি-জামায়াত মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করে তারা যদি দেশে শান্তি ফিরিয়ে আনে তবে সব রাজনৈতিক দলের মধ্যে আলোচনার পথ তৈরি হতে পারে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



পেট্রোল বোমায় পুড়িয়ে মানুষ হত্যা, রাষ্ট্রীয় এবং জনসাধারণের সম্পদে অগ্নিসংযোগ ও দেশের উন্নয়ন অর্থনীতি ধ্বংসকারী হরতাল-অবরোধের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পেশাজীবী সমন্বয় পরিষদ।
 
ইকবাল সোবহান চৌধুরী বলেন, দেশের শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপি-জামায়াত জোটকেই নিতে হবে। সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে, সব সহিংসতা ও সন্ত্রাসবাদ এই মুহুর্তে বন্ধ করতে হবে।

তিনি বলেন, যাদের নির্দেশে এ সহিংসতা পরিচালিত হচ্ছে, এর দায়দায়িত্ব তাদেরকেই নিতে হবে। রাজনৈতিক আন্দোলনের নামে নাশকতাম‍ূলক কর্মকাণ্ড করে দেশের সাধারণ মানুষের অধিকার হরণ করছে বিএনপি-জামায়াত জোট, এমন মন্তব্যও করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।  

‘দেশের অর্থনীতি কুক্ষিগত করা হচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে বিএনপি-জামায়াত জোট। তাদের এ হীন আন্দোলন কর্মসূচির কারণে বর্হিবিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, এতে বিনিয়োগের নিশ্চয়তা নষ্ট হচ্ছে।  

সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বিচারপতি এ এফ এম মেসবাহ উদ্দীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নুর মোহাম্মাদ তালুকদার, কৃষিবিদ মোহাম্মাদ মোবারক আলী, অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রকৌশলী এস এম খবীরুজ্জামান, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, অধ্যাপক নাজমা শাহীন প্রমুখ।

বাংলাদেশ সময়:১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

** রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত আচরণের দায় বিএনপির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।