ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৪ ভাইয়ের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৪ ভাইয়ের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমীর আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে চার ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।



সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে আসামিদের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ কবিতা খানম এ রায় দেন।  
 
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মৃত এন্তাজ আলীর চার ছেলে লাল মোহাম্মদ (৫০), বজলার রহমান (৪৫), মনিরুল ইসলাম (৩৫) ও শরীফ (৩০)।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৭ সালের ২৯ মার্চ সকালে বাকবিতণ্ডার একপর্যায়ে লাল মোহাম্মদ ও তার তিন ভাই প্রতিবেশী আমির আলীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই সাইদুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিকেলে আদালত এ রায় দেন। রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।