ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ম্যাজিস্ট্রেটের ওপর বোমা হামলার দায় স্বীকার আজিমের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ম্যাজিস্ট্রেটের ওপর বোমা হামলার দায় স্বীকার আজিমের

ফেনী: ফেনীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ও আ.লীগের সমাবেশ স্থলে বোমা হামলার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন যুবদল কর্মী বোমা আজিম।

সোমবার বিকেলে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিন ও আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে এ স্বীকারোক্তি দেন তিনি।



রোববার ৭টি পেট্রোল বোমা ও ককটেলসহ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে যুবদল কর্মী বোমা আজিমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

৫ জানুয়ারি শহরের ট্রাংক রোডে আ’লীগের গণতন্ত্র রক্ষা দিবসের সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিক ও শাহরিয়ার হৃদয় গুরতর আহত হন।

৯ জানুয়ারি শহরের এসএসকে রোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের মিয়ার গাড়িতে ককটেল বোমা হামলা করে আজিম।  

আজিমের বিরুদ্ধে হরতাল অবরোধে গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবু মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

 বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।