ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শালিখায় ট্রাকে পেট্রোল বোমা, চালক-হেলপার দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
শালিখায় ট্রাকে পেট্রোল বোমা, চালক-হেলপার দগ্ধ ছবি: প্রতীকী

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় ট্রাকচালক ও হেলপার দগ্ধ হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) ভোরে মাগুরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে।



অগ্নিদগ্ধরা হলেন-যশোরের বেনাপোল পোর্ট থানার নারানপুর এলাকার আব্দুর রশিদের ছেলে ট্রাকচালক মিলন (৩৫) ও একই এলাকার হেলপার ইমারুল (১৮)।

স্থানীয়রা জানান, ভোরে আড়পাড়া বাজার অতিক্রম করছিল যশোর থেকে ঢাকাগামী আদাবোঝাই একটি ট্রাক। এসময় একদল অবরোধকারী ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে তাতে ট্রাকে আগুন ধরে যায়। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় অগ্নিদগ্ধ হন চালক ও হেলপার। ট্রাকের অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

ওই হাসপাতালের চিকিৎসক ডা. মমতাজ মজিদ বাংলানিউজকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় মিলন ও ইমারুল সদর হাসপাতালে ভর্তি হন। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সকালে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ট্রাকে হামলা ও চালক-হেলপার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।