ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পাক হানাদারমুক্ত দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
পঞ্চগড়ে পাক হানাদারমুক্ত দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফর.কম

পঞ্চগড়: নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো পঞ্চগড় পাক হানাদারমুক্ত দিবস।

রোববার (২৯ নভেম্বর) দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা ইউনিট কমান্ড বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।



এদিন সকাল ১০টায় শহরের বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়।  

র‌্যালি শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে দোয়া মাহফিল ও মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদের পঞ্চগড় জেলা ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলালের সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হক প্রধান।

সভায় আরো ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।

সভায় জেলার ৫ উপজেলার কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।

১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ১৭ দিন আগে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পাক হানাদারমুক্ত হয় পঞ্চগড়।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।