ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়ায় কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ২২

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
দৌলতদিয়ায় কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ২২

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মির্জা হাট সংলগ্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ২২জন আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া ৯ নম্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে।



পরে বিক্ষুব্ধ এলাকাবাসী পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।

আহতদের ফরিদপুর হাসপাতালে ১৪জন, গোয়ালন্দ স্বাস্থ কমপ্লেক্সে ৪জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্য আহতদের রাজবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর মধ্যে সাহেদা, তার মেয়ে সুমাইয়া, আফিয়া, আছমা, প্রিয়া, পারুল, রুপবান, সায়েদা গোলাপ, মিতু, আছমা ও আজগরের নাম জানা গেছে।

দৌলতদিয়া ইউনিয়নের সাবেক ইউপি মেম্বর হামিদ মির্জা বাংলানিউজকে এ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, এলাকায় এ পর্যন্ত শিশু-নারীসহ ২২ জনকে কামড় দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এমএম/এসএইচ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।