ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে অন্ত‍ঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিস্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
দৌলতপুরে অন্ত‍ঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ছবি: প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নয় মাসের অন্ত‍ঃসত্ত্বা স্ত্রী লাইলী খাতুনকে হত্যার দায়ে জুয়াড়ি রোকন মণ্ডলকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিজ্ঞ বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ রায় দেন।


 
রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী মামলার বিবরণে জানান, ২০১১ সালের ২৬ আগস্ট রাতে দৌলতপুর উপজেলার নাজিরপুর গ্রামের হুলি মণ্ডলের ছেলে ভ্যানচালক রোকন মণ্ডল জুয়া খেলে হেরে গিয়ে বাড়িতে ফিরে আসেন। এ সময় অন্ত‍ঃসত্ত্বা স্ত্রী লাইলী খাতুনের সঙ্গে তার এ নিয়ে বাক-বিতণ্ডা হয়। পরে রাত ৯টার দিকে লাইলীকে বাড়ির পার্শ্ববর্তী স্থানে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ড্রেনে ফেলে দেন রোকন। দুই দিন পরে ওই ড্রেন থেকে লাইলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত লাইলীর বাবা লাল চাঁদ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ রোকনকে গ্রেফতার করে। পরে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে রোকন স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রোকন মণ্ডলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।