ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: পলিথিন ব্যাগ রাখা ও বিক্রির দায়ে বরিশালে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১টার দিকে বরিশাল নগরের বাজার রোড ও নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানার দণ্ড দেওয়া হয়।


 
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পলিথিন ব্যাগ রাখা ও ব্যবহারের দায়ে মেসার্স হরি আনন্দ সাহা স্টোরের মালিক কমল চন্দ্র সাহাকে ৩ হাজার টাকা, মেসার্স পান্নু স্টোরের মালিক কাইয়ুম আলীকে ২ হাজার টাকা ও মেসার্স রমা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রিংকু হালদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানকালে তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানম ও কাজী লুতফুল হাসান, পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট কাজী সুমন, পরিদর্শক তোতা মিয়া প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।