ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নতুন জঙ্গি সংগঠনের ৬ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
রাজধানীতে নতুন জঙ্গি সংগঠনের ৬ সদস্য আটক প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন আল-মুজাহিদ অব বাংলাদেশ’র ছয় সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি বলেন, বুধবার (০২ ডিসেম্বর) দিনগত রাতে মতিঝিল শাপলা চত্বর ও সোনালী বাংকের সামনে থেকে জেএমবি’র আদলে সংগঠিত মুজাহিদ অব বাংলাদেশের সদস্যদের আটক করা হয়।

আটকরা হলেন- জাহিরুল ইসলাম, খন্দকার রাজেস সোবাহান, আবুবক্কর সিদ্দিক, আবরাহাম আহম্মেদ, মোরসেদুল ইসলাম ও কাজী বাপ্পি।

মুন্তাসিরুল ইসলাম আরও জানান, তারা একটি নতুন জঙ্গি সংগঠনের সদস্য। আল-মুজাহিদ অব বাংলাদেশ নামে সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫/আপডেট: ১২৪১ ঘণ্টা
এজেডএস/ওএইচ/এএসআর/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।