ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাপাহারে আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
সাপাহারে আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ একরামূল হক (৬০) ও মিনারা খাতুন (৪০) নামে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটক দম্পতি সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর মোড়ে অভিযান চালায় সাপাহার থানা পুলিশ। এ সময় সন্দেহ হলে একরামূল ও তার স্ত্রী মিনারা খাতুনের দেহ তল্লাশি করে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

ওসি জানান, আটক দম্পতি ভারত থেকে চোরাইপথে সীমান্ত পেড়িয়ে দেশে অস্ত্র নিয়ে আসছিলো। দীর্ঘদিন ধরে তারা অস্ত্র ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ব্যাপারে সাপাহার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।