ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

দাগনভূঞাঁয় প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে ফেললো দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
দাগনভূঞাঁয় প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে ফেললো দুর্বৃত্তরা

ফেনী: ফেনীর দাগনভূঞাঁ পৌরসভায় মনোনয়নপত্র দাখিল করতে গেলে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল খায়েরের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা৷ এ সময় তারা আবুল খায়েরকে শারীরিকভাবেও লাঞ্ছিত করে৷

আবুল খায়ের এ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর৷

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে৷

আবুল খায়ের বাংলানিউজকে জানান, তিনি বেলা ১১টার দিকে মনোনয়নপত্র জমা দিতে গেলে তাকে লাঞ্ছিত করে মনোনয়ন কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা৷

উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম বলেন, ঘটনাটি উপজেলা কমপ্লেক্সের বাইরে ঘটেছে, ভেতরে ঘটলে উপজেলা প্রশাসন নিরাপত্তা দিতে পারতো।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।