ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মনে কষ্ট নয়, প্রতিবন্ধীদের স্কুলে পাঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
মনে কষ্ট নয়, প্রতিবন্ধীদের স্কুলে পাঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিবন্ধী সন্তানের জন্য মনে কষ্ট না রেখে তাদের স্কুলে পাঠানোর পাশাপাশি প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে বাবা-মায়েদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রতিবন্ধীদের সহযোগিতা করতে ছাত্র-শিক্ষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার কথাও বলেন তিনি।


 
তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজ, দেশের সম্পদ। তাদের সম্পদ হিসেবে গড়ে তোলার কাজটি আমাদের করতে হবে।
 
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ২৪তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী হিসেবে জন্ম নেওয়াটা তাদের অপরাধ নয়, তাদের বাবা-মায়েরও অপরাধ নয়। আল্লাহ একেকজন মানুষকে একেকভাবে সৃষ্টি করেছেন।
 
প্রতিবন্ধীদের প্রতি সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারাও পরিবার, সমাজ ও দেশের অংশ। তাদের প্রতি সবাইকে সংবেদনশীল হতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সহযোগিতা করতে হবে।
 
প্রতিবন্ধীদের সহযোগিতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানো জানান প্রধানমন্ত্রী।
 
প্রতিবন্ধীদের কল্যাণে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিলো, প্রতিবন্ধীদের সমাজের সামনে নিয়ে আসা হতো না। এ নিয়ে প্রতিবন্ধী ও তাদের পরিবারের মানসিক কষ্ট ছিলো। এখন আল্লাহর রহমতে সেটা নেই।

প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরির সুযোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ব্যবসায়ী, সমাজের বিত্তবান ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তাদের কাজের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

প্রতিবন্ধীদের ছবি আঁকাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ প্রতিভার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধীদের কোনো না কোনো বিশেষ দিকে দক্ষতা থাকে। তাদের বিকাশের সুযোগ করে দিতে হবে।
 
শেখ হাসিনা বিভিন্ন উৎসবে শুভেচ্ছা কার্ড হিসেবে প্রতিবন্ধীদের আঁকা ছবি ব্যবহারের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও সব ধরনের শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধীদের আঁকা ছবির ব্যবহার অব্যহত রাখবেন বলেও জানান।
 
খেলাধুলায় প্রতিবন্ধীদের সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তবে সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে প্রতিবন্ধীরা।
 
তিনি ত্রিবঙ্গীয় মৈত্রী আর্ন্তজাতিক টি-২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ এ বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চ্যাম্পিয়নশিপ অর্জন, গত মাসে দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব বধির ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ফাইনালে ওঠা এবং বিশেষ অলিম্পিকে উল্লেখযোগ্য সংখ্যক স্বর্ণসহ বিভিন্ন পদক পাওয়ার গৌরবের কথা তুলে ধরেন।
 
প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
 
তিনি প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন’২০১৩, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রাস্ট গঠন, প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ ও ডাটাবেজ তৈরি, সারা দেশে বিশেষ স্কুল, প্রতিবন্ধীদের প্রশিক্ষণ, প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় চিকিৎসা কেন্দ্র ও সাহায্য কেন্দ্র চালু, বিসিএসসহ সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তি কোটা সংরক্ষণসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
 
অটিজম বিশেষজ্ঞ পুতুলের উদ্যোগে জাতিসংঘে অটিজম কার্যক্রম রেজুলেশন গৃহীত হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের বিষয়টি এখন জাতিসংঘের এজেন্ডা। যা প্রতিটি দেশের মানুষের উপকারে আসবে।
 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে পরিচয়পত্র তুলে দেন।
 
অনুষ্ঠান শুরুর আগে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের চত্বরে প্রতিবন্ধীদের সেবায় মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে ২০টি মোবাইল থেরাপি ভ্যান চালু করা হয়।
 
জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সাইদুল হক।
 
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এমইউএম/এএসআর

** প্রধানমন্ত্রীর মমতার পরশে প্রতিবন্ধীরা
** ডিকশনারি থেকে দু’টি শব্দ বাদ দিতে বললেন অর্থমন্ত্রী
** প্রতিবন্ধীদের সেবায় মোবাইল থেরাপি ভ্যান চালু
** প্রতিবন্ধীদের আঁকা ছবিতে হবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড
** প্রতিবন্ধীদের ক্ষমতায়নে কাজ করছে সরকার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।