ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
মুন্সীগঞ্জে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার মুক্তাপুরের গোসাইবাগ এলাকা থেকে দু’টি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ মো. বিল্লাল শেখ (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।



তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে রিয়াজুল শেখের ছেলে মাদক ও অস্ত্র ব্যবসায়ী মো. বিল্লাল শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানায় বিল্লাল শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, সহকারী পুলিশ সুপার (সদর-সার্কেল) এমদাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।