ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাঘায় মদপানে মেয়র প্রার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বাঘায় মদপানে মেয়র প্রার্থীর মৃত্যু বাবুল হোসেন

রাজশাহী: অতিরিক্ত মদপানে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী বাবুল হোসেনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ২টা ৪৮ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) ইনচার্জ ডা. গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন।



অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়ায় বেলা ১১টার দিকে তাকে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বাঘা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল নির্বাচনে ক্ষমতাসীনদেরই মনোনীত প্রার্থী ছিলেন।

ডা. গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার পর বাবুলের অবস্থা সঙ্কটাপন্ন ছিল। পরে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। কিন্তু দুপুরে বাবুলের মৃত্যু হয়।

বাবলু হোসেনের স্ত্রী দিপালী বেগম জানান, তার স্বামী মদপান করেন। তবে গতকাল (বুধবার ২ ডিসেম্বর) রাতে মদপান করেছেন কি-না সেটা তার জানা নেই। ভোরে বাবুল পেট ব্যথার কথা বলেন এবং বমি করেন। পরে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সকাল ৭টার দিকে বাবুলকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার কথা-বার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যায় এবং তার মধ্যে এক ধরনের মানসিক বিকৃতিও লক্ষ্য করা যায়।

এখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে দ্রুত রামেক হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান ডা. মিজানুর।

অবশ্য, এ বিষয়ে আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা তিলু দাবি করেন, গতকাল রাতে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বাবুল ছিলেন। এ নিয়ে খাবার গ্রহণেও অনিয়ম হয়েছে। তাই খাদ্য বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে।

রামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক বাংলানিউজকে জানান, বাবুল হোসেনের অভিভাবক এবং স্বজনরা এখনও রামেকে এসে পৌঁছাননি।

তাই ময়নাতদন্ত হবে কি-না সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবাই এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এএসআই।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫/১৬১৫ ঘণ্টা
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।