ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
রাজাপুরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্ত্রীকে মোবাইল ফোনে উক্ত্যক্ত করার প্রতিবাদ করায় উপজেলা চেয়ারম্যানের কম্পিউটার অপারেটর (সিএ) আ. বারেক হাওলাদারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার রাতের এ ঘটনায় বারেক বাদী হয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আহত বারেক রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বারেকের অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, তার স্ত্রীকে স্থানীয় মহারাজ মৃধার ছেলে রায়হান মৃধা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বারেক এ ঘটনার প্রতিবাদ করায় তাকেও বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করা হচ্ছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় রাজাপুর বাজার থেকে বাড়িতে ফেরার পথে রায়হান মৃধা ও স্থানীয় হারুন মৃধার ছেলে রিপন মৃধা বারেককে হত্যার উদ্দেশে পেছন থেকে মোটরসাইকেল নিয়ে হামলা চালান। এ সময় বারেক দৌঁড়ে একটি দোকানে ঢুকে আত্মরক্ষা করেন।

পরে এ বিষয়ে রায়হানের ফুফা খলিল রহমানের কাছে অভিযোগ করেন বারেক। এতে রায়হান ক্ষিপ্ত হয়ে রাতে উপজেলার ডাকবাংলো মোড়ে রায়হান ও রিপনসহ চার/পাঁচজন বারেকের ওপর হামলা চালান।

এ সময় তার সঙ্গে থাকা ১১ হাজার ২শ’ টাকাও ছিনিয়ে নেন তারা।

এ বিষয়ে রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মুনীর উল গিয়াস বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ এবং আসামিদের গ্রেফতারের চেস্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।