ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে শিয়া মসজিদে গুলির ঘটনায় কারাগারে ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
শিবগঞ্জে শিয়া মসজিদে গুলির ঘটনায় কারাগারে ১ শামসুল আলম

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় রিমান্ড শেষে আসামি অধ্যক্ষ মাওলানা শামসুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালত-২’র বিচারক কামরুজ্জামান এই নির্দেশ দেন।



আদালতের পরিদর্শক শাহজাহান আলী বাংলানিউজকে জানান, দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া পাঁচদিনের রিমান্ড শেষে আসামি ইমদাদুল উলুম কওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল আলমকে আদালতে হাজির করেন। এ সময় শুনানি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান আরিফুর রহমান মন্ডল বাংলানিউজকে জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে শামসুল আলমের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ২৬ নভেম্বর শিবগঞ্জের কিচক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘মসজিদ-ই-আল মোস্তফা’য় মাগরিবের নামাজের পর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে মসজিদের মুয়াজ্জিন মো. মোয়াজ্জেম হোসেন (৭৫) নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে তিনজন।

এ ঘটনায় ওইদিন রাতেই মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া বাদী হয়ে শিবগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

পরের দিন ২৮ নভেম্বর বিকেলে আটক ছয়জনের মধ্যে তিনজনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতে তিনজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫/ আপডেট: ১৭১০ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।