ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পবায় ৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে স্থগিতাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
পবায় ৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে স্থগিতাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলা পরিষদের অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) হাইকোর্টের একটি যৌথ বেঞ্চের বিচারক মোস্তফা জামান ইসলাম ও নাঈমা হায়দার এ আদেশ দেন।

ফলে আগামী ৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

আদালতে নির্বাচন স্থগিতের পর বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম আশরাফুল হক তোতা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

উচ্চ আদালতের আদেশের কপি বিকেলের মধ্যেই হাতে পাবেন জানিয়ে তিনি বলেন, পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদের মুরশইল গ্রামের ফজলুল বারীর সীমানা জটিলতা ও ভোটার সামঞ্জস্য বিষয়ে সম্প্রতি তিনি হাইকোর্টে আবেদন করেন। তারই প্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দিয়েছেন।

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল বারি ভুলু বাংলানিউজকে জানান, তার ইউনিয়নের মুরশইল, কেচুয়াতৈল গ্রামের ভোটার ও সীমানা রাজশাহী সিটি করপোরেশনের শাহ মখদুম থানা এলাকার মধ্যে ঢুকে আছে। এছাড়া নীতিমালা অনুসারে ভোটার করা হয়নি।

এতে অনুষ্ঠিতব্য নির্বাচনের ভোটার নির্ধারণ ছাড়াও বিভিন্ন সময় সরকারি অনুদান বিলি-বণ্টনে সমস্যায় পড়তে হচ্ছে উপজেলা পরিষদকে। যে কারণে সীমানা জটিলতা নিরসন এবং ভোটারের সামঞ্জস্যতা ফিরিয়ে না আনা পর্যন্ত পরিষদের উপনির্বাচনের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল হাইকোর্টে।  

এদিকে, উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নির্বাচনের সব প্রস্তুতি প্রায় শেষ। তবে তারা নির্বাচন স্থগিতের বিষয়টি শুনেছেন। কিন্তু আদালতের আদেশের কপি এখনও হাতে পাননি। পেলে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, ঘোষিত তফশিল অনুযায়ী ১২ নভেম্বর পবা উপনির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় ১৫ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ নভেম্বর।

২৩ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ৮ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।