ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইটভাটা মালিকদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
গাজীপুরে ইটভাটা মালিকদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

গাজীপুর: গাজীপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ বাস্তবায়ন উপলক্ষে ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নলজানি ভাওয়াল পার্ক সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মো. তৌফিকুল আরিফ।

আরও উপস্থিত ছিলেন- জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা, পরিবেশ কর্মকর্তা জিয়াউর রহমান ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল।

সভায় বক্তব্য রাখেন- গাজীপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হানিফ সরকার, ইটভাটা মালিক ফজলুল হক মুসল্লি, জহিরুল ইসলাম, ইসমাইল হোসেন, হাজী আব্দুল মালেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।