ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অনন্ত হত্যা মামলার শুনানি পিছিয়ে ২০ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
অনন্ত হত্যা মামলার শুনানি পিছিয়ে ২০ ডিসেম্বর অনন্ত

সিলেট: বিচারক ছুটি থাকায় ব্লগার অনন্ত হত্যা মামলায় শুনানির পরবর্তী তারিখ আগামী ২০ ডিসেম্বর ধার্য্য করেছেন সিলেট মহানগর আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সিলেট মহানগর মূখ্য হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হকের আদালতে বিকেলে মামলাটির শুনানি হওয়ার কথা ছিলো।



সহকারী পুলিশ কমিশনার আবদুল আহাদ (প্রসিকিউশন) এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিচারক ছুটিতে এবং মামলার আট আসামিই অনুপস্থিত থাকায় আদালত শুনানির তারিখ পিছিয়ে ২০ ডিসেম্বর ধার্য্য করেছেন।

গত ১২ মে সিলেটের সুবিদবাজারে নিজের বাসার সামনে বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই রাতেই অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে অনন্তর বড়ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে বিমানবন্দর থানা পুলিশ তদন্ত করলেও হত্যাকাণ্ডের ১৪ দিনের মাথায় দায়িত্বভার যায় সিআইডিতে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এএএন/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।