ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মোবাইল স্বাস্থ্যবার্তা ব্যবহার করেন ২০ শতাংশ নারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
মোবাইল স্বাস্থ্যবার্তা ব্যবহার করেন ২০ শতাংশ নারী ছবি: সংগৃহীত

ঢাকা: গর্ভধারণের সময় দেশের শতকরা ৮ ভাগ ও প্রসব পরবর্তী সময়ে ১২ ভাগ নারী ‘আপনজন’ মোবাইল স্বাস্থ্যবার্তা ব্যবহার করেন।

১৪ লাখ ৪৫ হাজার চারশ’ দশজন ‘আপনজন’ সেবার সাবস্ক্রাইবারের মধ্যে অন্তত ৩২ শতাংশ ভালোভাবেই ম্যাসেজ গ্রহণ ও শ্রবণ করেন।



‘বাংলাদেশে মা ও নবজাতকের উন্নত স্বাস্থ্য আচরণ ও অভ্যাসের জন্য ‘আপনজন’ মোবাইল স্বাস্থ্য বার্তার কার্যকারিতা: মূল্যায়নের অভিগম্যতা ও গ্রহণযোগ্যতা’ শীর্ষক গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) মহাখালীর সাসাকাওয়া অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন চিকিৎসা-সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ’র (আইসিডিডিআর বি) গবেষক ড. মাহবুব এলাহী চৌধুরী।

‘স্বাস্থ্য হাতের মুঠোয়’ এই স্লোগানে ‘আপনজন’ নামে মোবাইলে দেশের গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। তাদের এই সেবার কার্যকারিতা মূল্যায়ন ও গ্রহণযোগ্যতা নির্ণয় কাজ করেছে আইসিডিডিআর, বি’র একটি গবেষণা টিম। সেমিনারে গবেষণার পদ্ধতি ও প্রাপ্ত তথ্য তুলে ধরে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।

এর মধ্যে ‘আপনজন’ সেবা সর্বত্র পৌঁছে দিতে আরও সচেষ্ট হয়ে সাবস্ক্রাইব কভারেজ বাড়াতে ও দীর্ঘ সময়ের জন্য সেবার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক ড. মোহাম্মদ শরীফ, বাংলাদেশ নলেজ ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ’র (বিকেএমআই) প্রকল্প পরিচালক রেবেকা অর্নল্ড, তথ্যকমিশন ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিনেট’র চিফ এক্সিকিউটিভ অফিসার ড. অনন্য রায়হান প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের দেশের গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্যসেবা সহজ ও স্বল্প সময়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে মাতৃ ও শিশুমৃত্যু হার কমানোর কাজ করছে ‘আপনজন’।
 
তারা জানান, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু এলাকায় গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সেবা অপ্রতুল। স্বাস্থ্যসেবা কেন্দ্র ও পরিবহন সমস্যা রয়েছে সেখানে। সেসব এলাকার প্রায় ৫ লাখ জনসংখার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগে কাজ হচ্ছে। এর মাধ্যমে ওইসব এলাকার স্বাস্থ্যসেবার উন্নয়ন হচ্ছে ক্রমাগত এবং পাল্টে যাচ্ছে চিত্র।
 
এ সময় তারা ‘আপনজন’ টিমভিত্তিক কাজের প্রশংসাও করেন।

আপনজন’র সেবা পেতে হলে যে কোনো মোবাইল ফোন থেকে ১৬২২৭ নম্বরে ফোন করে ১ চেপে নিবন্ধন করতে হয়।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসইউজে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।