ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বরিশালে ইয়াবাসহ নারী আটক

বরিশাল: বরিশাল নগরীর রুপাতলীর এ ওয়াহেদ সড়কে অভিযান চালিয়ে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ আনোয়ারা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।



আনোয়ারা বেগম পটুয়াখালির কলাপাড়া উপজেলার রফিকের স্ত্রী। বর্তমানে বরিশালের রুপাতলীর এ ওয়াহেদ সড়কে বাসা ভাড়া করে বসবাস করেন।

কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারা বেগমকে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার স্বামী পালিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, চক্রটি বার্মা থেকে সরাসরি ইয়াবা সরবরাহ করে পাইকারি বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।