ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
রাজশাহীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

রাজশাহী: রাজশাহীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১৭ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে মহানগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর মোড় এবং শাহমখদুম থানাধীন নওদাপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।



উপশহর মোড় এলাকায় মেসার্স মিন্টু ভ্যারাইটি স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ মাতাবেক ৫ হাজার টাকা, শাহ মখদুম থানাধীন নওদাপাড়া বাজার এলাকায় মেসার্স শহীদুল্লাহ স্টোরকে বিভিন্ন পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ নাই জেনেও পণ্য বিক্রি ও সংরক্ষণ করার অভিযোগে ৮ হাজার টাকা ও মেসার্স মোমেনা ফার্মেসীকে ৪ হাজার টাকা  জরিমানা করা হয়।

এ সময় তাদের ভোক্তা-অধিকার বিরোধী কার্যকলাপ সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত ক্রেতা-ভোক্তা ও সম্ভাব্য ক্রেতা-ভোক্তাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া একই এলাকায় আরও ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

এদিকে, অভিযানকালে মেসার্স মিন্টু ভ্যারাইটি স্টোরে মেয়াদোত্তীর্ণ ম্যাঙ্গো জুস ও শাহ মখদুম থানাধীন নওদাপাড়া বাজার এলাকায় অভিযানকালে মেসার্স মোমেনা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ স্পটেই ধ্বংস করা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আলম, রাজশাহী জেলা ক্যাব এর সভাপতি জনাব কাজী গিয়াস, জেলা বাজার কর্মকর্তা শামিমুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।