ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

ঋণখেলাপিদের তথ্য দিতে ব্যাংকগুলোকে নির্দেশ

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ঋণখেলাপিদের তথ্য দিতে ব্যাংকগুলোকে নির্দেশ

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণখেলাপিদের তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশে ব্যাংক (বিবি)। এক্ষেত্রে এসব তথ্য সরাসরি রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে সরবরাহ করতে বলা হয়েছে।


 
নির্বাচন কমিশন গত ২৯ নভেম্বর ঋণখেলাপিদের তথ্য দেওয়ার নির্দেশনা দিলে বিবি বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সব ব্যাংককে এ নির্দেশ দিলো। কেন্দ্রীয় ব্যাংক তার নির্দেশনার অনুলিপি ইসিতেও পাঠিয়েছে। যার একটি কপি বাংলানিউজের হাতেও এসে পৌঁছেছে।
 
সব তফসিলি ব্যাংকের পরিচালক বা প্রধান নির্বাহীকে নির্দেশনাটি পাঠান বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) মহাব্যবস্থাপক মনছুরা খাতুন।
 
এতে বলা হয়েছে- বর্তমানে সিআইবির ডাটাবেজে সর্বশেষ ৩১ অক্টোবর-২০১৫ পর্যন্ত ঋণের তথ্য সংরক্ষিত আছে। তাই ৫০ হাজার টাকার নিচে বকেয়া ঋণ সম্পন্ন খেলাপিদের তথ্য এবং ৩১ অক্টোবর-২০১৫’র পরবর্তী সংক্রান্ত তথ্য প্রয়োজনে সরাসরি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরবরাহ করতে হবে।
 
এজন্য আগামী ৪ ডিসেম্বর (শুক্রবার) থেকে ৬ ডিসেম্বর (রোববার) পর্যন্ত ব্যাংকের প্রধান কার্যালয়ের সিআইবি সেল প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখতেও বলা হয়েছে ওই নির্দেশনায়।
 
বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৫ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। সে সময়ই ঋণখেলাপিদের তথ্যের প্রয়োজন পড়বে।
 
এজন্য বিবি সব রিটার্নিং কর্মকর্তাকেও সম্ভাব্য প্রার্থীদের ৯টি তথ্য ফ্যাক্স বা বিশেষ বাহক মারফত সরবরাহ করতে নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র দালিখকারী প্রার্থীর পূর্ণ নাম, বাবার নাম, মার নাম, স্বামীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, করদাতা সনাক্তকরণ সংখ্যা, জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা সংযুক্ত তথ্য নির্দিষ্ট ছক অনুযায়ী পাঠাতে বলেছেন।
 
দেশের নির্বাচন উপযোগী ২৩৫টি পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ২৩৫টি মেয়র, ৭৪২টি সংরক্ষিত কাউন্সিলর পদ ও ২৯৬১টি সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এক্ষেত্রে মেয়র পদে দলীয়ভাবে এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোট নেবে ইসি।
 
প্রায় ৩ হাজার ৫৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে পুরুষ ভোটার প্রায় ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ এবং নারী ভোটার ৩৫ লাখ ৭৬ হাজার ৪০ জন। নির্বাচনে ভোটগ্রহণ করবেন ৬১ হাজার ১৪৩ জন ভোটগ্রহণ কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
ইইউডি/আইএ

** অর্থমন্ত্রণালয়কে ঋণখেলাপীদের তথ্য দিতে বললো ইসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।