ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দলকে বাঁচাতে নির্বাচনে খালেদা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
দলকে বাঁচাতে নির্বাচনে খালেদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ধ্বংসের হাত থেকে দলকে রক্ষা ও কর্মীদের বাঁচাতে খালেদা জিয়া অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে এসেছেন। তবে মাঝপথে নির্বাচন ছেড়ে পালিয়ে গেলে তিনি আবারও পঁচে যাবেন।



বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নদী তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, যে উত্তরাঞ্চলে একসময় মঙ্গা ছিল, মানুষজন না খেয়ে থাকতেন, সেখানে আজ মানুষ আর অনাহারে থাকেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই মানুষ খেয়ে-পরে বেঁচে আছেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই ৬২ বছর পর বিনা রক্তপাতে ছিটমহলের মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে।

ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলমের সভাপতিত্বে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ শহরে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর মাজার জিয়ারত করেন।

বাংলাদেশ সময়: ১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।