ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ছয় পৌরসভায় ৩০৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বরিশালে ছয় পৌরসভায় ৩০৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল জেলার ৬ পৌরসভার নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৩০২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ২৮, সাধারণ কাউন্সিলর পদে ২১৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬২ জন রয়েছে।



বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
 
মেয়র পদে আ’লীগ ও বিএনপি ছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ওয়াকার্স পার্টির প্রার্থী রয়েছে।
 
এছাড়া আ’লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুলাদীতে তিন ও বানারীপাড়ায় একজন রয়েছেন। পাশাপাশি বিএনপির মেয়র পদে মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে বানারীপাড়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একজন।  
 
গৌরনদী পৌরসভা
গৌরনদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন প্রার্থী রিটানিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হাসান পাটোয়ারীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ পৌরসভায় মেয়র প্রার্থী আ’লীগ মনোনীত বর্তমান মেয়র হারিছুর রহমান, বিএনপির মনোনীত শরীফ শফিকুর রহমান স্বপন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত ওবায়দুল হক মিয়া ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী তুহিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
মুলাদী পৌরসভা
মুলাদী পৌরসভায় মেয়র পদে আ‘লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র শফিক উজ্জামান রুবেল, বিএনপির মনোনীত প্রার্থী আসাদ মাহমুদ, ওয়ার্কার্স পার্টির সেলিম আহম্মেদ চৌকিদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মওলানা মঞ্জুরুল ইসলাম, আ’লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় কমিটির দেলোয়ার হোসেন হাওলাদার, মুলাদী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক দিদারুল আহসান খান ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি ও এআর লজিস্ট্রিকসের এমএ আজিজ হাওলাদার।

এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মেহেন্দিগঞ্জ পৌরসভা
মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার ইউএনও তাজিম উর-রহমান ও নির্বাচন অফিসার শওকত আলীর কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র কামাল উদ্দিন খান, ২০দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন দিপেন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জাহাঙ্গীর হোসেন গাজী মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন।

সাধারণ কাউন্সিলর পদে ৩৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন বলে বাংলানিউজকে জানান উপজেলা নির্বাচন অফিসার শওকত আলী।
 
বানারীপাড়া পৌরসভা
বানারীপাড়া পৌরসভায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ও বিএনপি মনোনীত গোলাম মাহামুদ মাহাবুব মাষ্টার, ওয়ার্কার্স পার্টির অধ্যাপক মন্টু লাল কুন্ডু, ইসলামী আন্দোলনের জালিস মাহমুদ মৃধা, আ’লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও বিএনপি নেতা শাহে আলম মিয়া জমা দিয়েছেন। এছাড়া ২৩ সাধারণ কাউন্সিলর ও ৯জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উজিরপুর পৌরসভা
উজিরপুর পৌরসভায় মেয়র পদে আ’লীগের মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন, বিএনপির শহিদুল ইসলাম খান শহীদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুল মান্নান ও এনপিপির মনিরুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে বলে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
 
বাকেরগঞ্জ পৌরসভা
বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির মতিউর রহমান মোল্লা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হেমায়েত হোসেন ও এনপিপির মাহবুবুর রহমান। সাধারণ কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে বলে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
 
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানালেন জেলা নির্বাচন অফিসার আবদুল হালিম খান।

তিনি আরো বলেন, ৫ ডিসেম্বর মেয়র এবং ৬ ডিসেম্বর কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে। ১৩ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ০৩ , ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।