ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে রেলের অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
আশুগঞ্জে রেলের অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশনের পাশে প্রায় এক একর জমিতে গড়ে ওঠা অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। এতে রেলওয়ের বেহাত হওয়া প্রায় ২০ কোটি টাকার জমি উদ্ধার হয়েছে।


 
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিততে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
 
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌসি বেগম, রেলওয়ের নির্বাহী প্রকৌশলী ইরফানুল ইসলাম, সহকারী স্টেট অফিসার গাজী হাবিব উল্লাহসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
একটি চক্র আশুগঞ্জ রেল স্টেশনের পাশে রেলওয়ের জমি দখল করে প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছিল।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।