ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

চাঁদপুরে মেয়র ২৬, কাউন্সিল পদে ২৮৭ প্রার্থীর মনোনয়ন জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
চাঁদপুরে মেয়র ২৬, কাউন্সিল পদে ২৮৭ প্রার্থীর মনোনয়ন জমা

চাঁদপুর: চাঁদপুর জেলার ৫টি পৌরসভায় মেয়র পদে ২৬ জন, কাউন্সিলর ২৩৪ এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৫৩ জন কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কচুয়া পৌরসভা, হাজীগঞ্জ পৌরসভা, ফরিদগঞ্জ পৌরসভা, মতলব দক্ষিণ পৌরসভা ও ছেংগারচর পৌরসভায় প্রার্থীরা স্ব স্ব উপজেলার রিটার্নিং অফিসারের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন।



চাঁদপুর জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান সন্ধ্যা ৭টায় বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জ পৌরসভা
হাজীগঞ্জ পৌরসভায় মেয়র পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির একজন, আওয়ামী লীগের একজন, জাতীপার্টির একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ও স্বতন্ত্র ৩ এবং কাউন্সিলর ৫১, মহিলা কাউন্সিলর ১৪জন।

ফরিদগঞ্জ পৌরসভা
ফরিদগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৭জন, আওয়ামী লীগের ১জন, বিএনপির ১জন, জাতীয়পার্টির ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১জন, স্বতন্ত্র ৩ এবং পুরুষ কাউন্সিলর পদে ৫৮জন, মহিলা কাউন্সিলর ৯জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মতলব উত্তর
মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় মেয়র পদে ২জনের মধ্যে আওয়ামী লীগের ১জন, বিএনপির ১জন, মহিলা কাউন্সিলর ১০ এবং সাধারণ কাউন্সিলর ৪০জন।

মতলব দক্ষিণ পৌরসভা
মতলব দক্ষিণ পৌরসভায় মেয়র পদে ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১জন, বিএনপির ১জন, ইসলামী আন্দোলনের ১জন ও স্বতন্ত্র ১জন। মহিলা কাউন্সিলর ১১জন এবং সাধারণ কাউন্সিলর ৪৫জন।

কচুয়ায় পৌরসভা
কচুয়ায় পৌরসভায় মেয়র পদে ৬জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১জন, বিএনপির ১জন, স্বতন্ত্র ৪জন, মহিলা কাউন্সিলর ৯ ও সাধারণ কাউন্সিলর পদে ৪১জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।