ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

বান্দরবান-লামা পৌরসভায় মেয়র পদে ৬ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বান্দরবান-লামা পৌরসভায় মেয়র পদে ৬ প্রার্থী

বান্দরবান: আসন্ন পৌরসভা নির্বাচনে বান্দরবান ও লামা পৌসভায় মেয়র পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ে রিটার্নিং অফিসার আবু জাফর ও লামা উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার শফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।



বান্দরবানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসলাম বেবী (নৌকা প্রতীক), বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা (ধানের শীষ প্রতীক), জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান বিপ্লব (লাঙ্গল প্রতীক) মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে লামায় বিএনপি মনোনীত প্রার্থী আমির হোসেন (ধানের শীষ প্রতীক), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম (নৌকা প্রতীক) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থী মোহাম্মদ ফরিদ (সাইকেল প্রতীক) তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, বান্দরবান পৌরসভায় মেয়র পদে ৩ জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

অন্যদিকে লামা পৌরসভায় মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।