ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ফেনী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ ডিসেম্বর

ফেনী: ফেনী প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফেনী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন এ তফসিল ঘোষণা করেন।



সভায় নির্বাচন কমিশনের আরও দুই সদস্য জেলা তথ্য কর্মকর্তা মো. মুহিতুল আলম ও বেগম শামসুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ ডিএম একরামুল হক উপস্থিত ছিলেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ১১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৪ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম প্রেস ক্লাব মিলনায়তনে সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।