ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় চার্চ অব বাংলাদেশ মিশনের এক বাসায় অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
নওগাঁয় চার্চ অব বাংলাদেশ মিশনের এক বাসায় অগ্নিকাণ্ড

নওগাঁ: নওগাঁয় চার্চ অব বাংলাদেশ মিশনের আবাসিক এলাকার একটি বাসার জ্বালানি কাঠ রাখার ঘরে অগ্নিকাণ্ড হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

চার্চের ইনচার্জ মিস্টার আলবার্ট ফলিয়া জানান, তার স্ত্রী মান্না ফলিয়া পার্শ্ববর্তী সেন্ট মার্কস কিন্ডার গার্টেন বিদ্যালয়ের শিক্ষক। ছুটির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফিরে রান্নাঘর সংলগ্ন জ্বালানি কাঠ (লাকড়ি) রাখার ঘরে আগুন জ্বলতে দেখতে পান তিনি। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে ওসিও কিছু জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।