ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

৮৭ পৌরসভার ৪৫১৪টি মনোনয়ন পত্র জমা

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
৮৭ পৌরসভার ৪৫১৪টি মনোনয়ন পত্র জমা

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৮৭ পৌরসভা থেকে ৪৫১৪টি মনোনয়ন পত্র জমা পড়েছে।
 
বাকিগুলো শুক্রবার জানা যাবে বলেও ইসি সূত্রে জানা গেছে।


 
তথ্য মতে, মেয়র পদে ৪১১টি, কাউন্সিলর পদে ৩ হাজার ২৫৩টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৫০টি মনোনয়ন পত্র ইসিতে জমা পড়েছে।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে ২৩৫টি মেয়র, ৭৪২টি সংরক্ষিত কাউন্সিলর পদ ও ২৯৬১টি সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এক্ষেত্রে মেয়র পদে দলীয়ভাবে ও কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোট নেবে ইসি।
 
এ নির্বাচনে প্রায় ৩ হাজার ৫৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে পুরুষ ভোটার রয়েছে প্রায় ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ জন ও নারী ভোটারের সংখ্যা ৩৫ লাখ ৭৬ হাজার ৪০। নির্বাচনে ভোটগ্রহণ করবেন ৬১ হাজার ১৪৩ জন ভোটগ্রহণ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।