ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
রাজধানীতে মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকা থেকে হিপুল (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে দারুস সালাম এলাকার পাহাড়িকা টিম্বার নামে একটি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



নিহত হিপুল দারুস সালামের জহুরাবাদ এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে।

দারুস সালাম এলাকায় দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাজেতুল শায়লা বাংলানিউজকে বলেন, নিহত হিপুলকে দুর্বৃত্তরা হত্যা করে ফেলে রেখে গেছে বলে আমরা ধারণা করছি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এজেডএস/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।